আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারও জীবনের নিরাপত্তা নেই বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির নেতৃত্ব ধ্বংস করতেই মিডনাইট সরকার মিথ্যা মামলা দিচ্ছে। অপরাধে জড়িত না থাকলেও নির্দোষ লোককে অপরাধী সাজিয়ে মামলা, গ্রেপ্তার, কারান্তরীণ ও হয়রানি করা হচ্ছে। গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন বর্তমান সরকারের দমন-পীড়নে ক্ষতবিক্ষত।
শুক্রবার (৩১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, বিরোধী নেতাকর্মীসহ সাধারণ মানুষের মনে ভয় সৃষ্টি করতেই সরকারি জুলুম-নির্যাতন চলমান রাখা হয়েছে। তবে, কোনো স্বৈরশাসকই বিরোধী নেতাকর্মীদের দমাতে সক্ষম হয়নি। বর্তমান শাসকগোষ্ঠীও পারবে না।
ফখরুল বলেন, সরকারি জুলুম-নির্যাতনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রামে আরও বেশি বলীয়ান হবে।
এ সময় অবিলম্বে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ কারাবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব।