দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে আন্দোলনরত চা শ্রমিকদের সমস্যা সমাধানে শনিবার (২৭ আগস্ট) বিকেলে চা বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর শনিবারের (২৭ আগস্ট) কার্যসূচিতে চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে গত ৯ আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন চা-শ্রমিকরা। এরপর তারা ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ করেন। এর মধ্যে কয়েক দফা বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি। এরই মধ্যে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।
সমস্যা সমাধানে গত ২১ আগস্ট দিনগত মধ্যরাত পর্যন্ত মৌলভীবাজারের বিভিন চা বাগানের শ্রমিকদের সঙ্গে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সঙ্গে বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ওই বৈঠকে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
ওই সভায় সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস ও আস্থা রেখে চা শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে ২২ আগস্ট থেকে কাজে যোগদান করবেন। আপাতত চলমান মজুরি ১২০ টাকা হারেই শ্রমিকরা কাজ করবেন। পরে প্রধানমন্ত্রী চা বাগানের মালিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
গত ২২ আগস্ট সকালে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে চা শ্রমিকরা তাদের ধর্মঘট-আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন। আজ সকাল ৯টা থেকেই তারা কাজে যোগ দিয়েছেন বলে জানতে পেরেছি।”
এর আগে, রবিবার মধ্যরাতে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল গণমাধ্যমকে বলেন, “প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক। তিনি আমাদের যে সিদ্ধান্ত দেবেন আমরা তা মেনে নেবো।”
তবে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের একটি অংশ দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে অনড় থাকে এবং কর্মবিরতিসহ আন্দোলন চালিয়ে যাচ্ছেন।