বিকেলে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করবেন শেখ হাসিনা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২২, ০৮:৫৩ এএম

বিকেলে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করবেন শেখ হাসিনা

বেতনবৃদ্ধিতে আন্দোলন স্থগিত করে কাজে যোগ দেওয়া চা শ্রমিকদের সঙ্গে শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদের মুখ থেকে শুনবেন তাদের জীবন সংগ্রামের কথা।

বিকেল ৪টার দিকে সিলেটের কমলগঞ্জ উপজেলায় এই মতবিনিময় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ওই অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন।  

স্থানীয় জেলা প্রশাসন সূত্র জানায়, সিলেটের কমলগঞ্জের লাক্কাতুড়া বাগানের গলফ মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতারা ছাড়াও জেলার ৯২টি চা বাগান থেকে চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত কমিটির নেতা, নারী শ্রমিকসহ কয়েক হাজার শ্রমিক অংশগ্রহণ করবেন।এরই মধ্যে চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে কারা কথা বলবেন তাদের তালিকাও তৈরি করা হয়েছে।

জেলার সকল উপজেলার চা বাগান এলাকার অন্তত তিনটি স্থানে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ভিডিও কনফারেন্সটি সরাসরি দেখানোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন ও বাগান কর্তৃপক্ষ। এ ছাড়া হবিগঞ্জসহ অন্যান্য জেলার চা শ্রমিকরাও  ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।

বাড়াতে চা শ্রমিকদের প্রায় ২০ দিনের কর্মবিরতিতে দেশের চা শিল্প গভীর সংকট দেখা দেয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ আগস্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করে দেন। এ ঘোষণার পর পরেরদিন কর্মে ফেরেন চা শ্রমিকরা।

উল্লেখ্য, দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে আন্দোলন শুরু করেন চা বাগানের শ্রমিকরা। চা-শ্রমিকদের সঙ্গে শ্রমিক নেতারা কথা বলে আশ্বাস দিয়েও তাদের কাজে ফেরানো যায়নি। প্রশাসনের কর্মকর্তারাও নানান আশ্বাস দিলেও চা শ্রমিকরা তাদের দাবিতে অনড় থেকে আন্দোলন চালিয়ে যান। এরই মধ্যে  চা বাগান মালিকেরা ২৫ টাকা মজুরি বাড়িয়ে ১৪৫ টাকার প্রস্তাব করে। তবে চা শ্রমিকরা ওই দাবি প্রত্যাখ্যান করে ধর্মঘট-আন্দোলন চালিয়ে যান। পরবর্তীতে সরকারপ্রধান নির্ধারিত মজুরি বাড়িয়ে ১৭০ টাকা করায় চা শ্রমিকরা কাজে যোগ দেন।  

Link copied!