মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হচ্ছে: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২২, ২০২২, ১২:৫৬ এএম

মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হচ্ছে: মির্জা ফখরুল

মেগা প্রজেক্টের নামে আওয়ামী লীগ সরকার মেগা দুর্নীতি করছে অভিযোগ তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার কোনো উন্নতি না হলেও ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্তরা দুর্নীতি করে সম্পদশালী হয়েছেন।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পটুয়াখালীর কলাপাড়ায় ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম পর্যায়ের উদ্বোধন করার পর পরই মির্জা ফখরুল বলেন, 'স্বাধীনতার ৫০ বছরে ওদের অর্জন কী? তারা বলে তাদের অর্জন মেগা প্রজেক্টস, পদ্মা ব্রিজ।…এই মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হচ্ছে, সাধারণ মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না।'

মির্জা ফখরুল বলেন, 'যারা আওয়ামী লীগের সঙ্গে ভাগাভাগি করে লুটপাট করছে তাদের অবস্থার পরিবর্তন হয়েছে। বাংলাদেশ এখন পুরোপুরি একটা লুটপাটের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে।'

দুর্নীতির সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক আছে দাবি করে মির্জা ফখরুল বলেন, 'এই লুটপাটের স্বর্গরাজ্য আজকে নতুন না। এটা আওয়ামী লীগের কেমিস্ট্রির মধ্যে আছে। তারা ক্ষমতায় গেলেই লুটপাট করে। সেজন্য মওলানা আবদুল হামিদ খান ভাসানী সেই শেখ মুজিবুর রহমান সাহেবের সময় বলেছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নাম পরিবর্তন করে দিয়ে সেটাকে বলা উচিত "নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি"। আজকেও একই অবস্থা দাঁড়িয়েছে।'

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে 'মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও আজকের বাংলাদেশ এবং চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়' শীর্ষক এই আলোচনা সভায় তিনি বলেন, 'আজকে টিসিবির ট্রাকের পেছনে যারা দাঁড়ায় তাদের কোনো উন্নতি হয়নি, কৃষকের পণ্যের দাম বাড়েনি, শ্রমিকের মজুরি বাড়েনি, তাদের কোনো উন্নতি হয়নি। স্বল্প বেতনের শিক্ষকদের কোনো পরিবর্তন হয়নি, ছোট ব্যবসায়ী-হকারদের অবস্থার পরিবর্তন হয়নি।'

মির্জা ফখরুল বলেন, 'আজকে পত্রিকায় দেখলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন, বিএনপি বিদেশিদের কাছে ধরনা দেয়। আমি বলতে চাই, বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনো দিন ক্ষমতায় আসেনি।'

'বিএনপির জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে।'

সংগঠনের উপদেষ্টা বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে আলোচনা সভায় গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শওকত মাহমুদ, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ডা. শাহাদাত হোসেন, শিরিন সুলতানা এবং মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

Link copied!