যুগপৎ আন্দোলনে কর্মসূচি হিসেবে গণতন্ত্র মঞ্চের সমাবেশ শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৩, ০২:১০ পিএম

যুগপৎ আন্দোলনে কর্মসূচি হিসেবে গণতন্ত্র মঞ্চের সমাবেশ শুরু

বিএনপির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১৪ দফা আদায় এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি হিসেবে সমাবেশ শুরু করেছে গণতন্ত্র মঞ্চ।

সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল সাড়ে ১১টায় এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করবে সাতটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত এ জোট। দলগুলো হলো- জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানী অনিসারী পরিষদ ও রাষ্ট্রচিন্তা। তবে এই সমাবেশে অংশগ্রহণ করেনি গণ অধিকার পরিষদ। অসুস্থতার কারণে সমাবেশে আসতে পারেননি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না৷

সমাবেশে উপস্থিত আছেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাউয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক প্রমুখ।

বর্তমান সরকারের পদত্যাগ, রাষ্ট্র মেরামত, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে চলমান যুগপৎ আন্দোলনে সারাদেশে গণতন্ত্র মঞ্চ ছাড়াও বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বিএনপি ও তাদের সমমনা জোটগুলো।

বেলা ২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

এছাড়া সকাল ১০টায় গণতান্ত্রিক বাম ঐক্য ও দুপুর ২টায় জাতীয়তাবাদী সমমনা জোটের জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার কথা রয়েছে।

এলডিপিও দুপুর ২টায় পূর্ব পান্থপথের এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করবে বলে জানা গেছে।

 

Link copied!