এপ্রিল ১৬, ২০২২, ০৯:৫২ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে করোনাভাইরাস সংক্রমনের ভয়াবহ পরিস্থিতিতেও বাংলাদেশ এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শনিবার দিনাজপুর জেলার বোচাগঞ্জে সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল বিদ্যালয়ে বোচাগঞ্জ উপজেলা শাথা আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
নৌ প্রতিমন্ত্রী বলেন, “বৈশ্বিক করোনা মহামারী পরিস্থিতিতে অনেক দেশের অর্থনীতিতে ধস নামলেও এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের উন্নয়ন এগিয়ে চলেছে। এর প্রধান কারণ যোগ্য নেতৃত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বেই করোনা পরিস্থিতিতেও বাংলাদেশের উন্নয়ন থেমে নেই।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সকল ধর্মের মানুষের সম অধিকার দিয়েছে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। এই ধর্মে কোন হিংসা-বিদ্বেষ নেই। আর এটা নেই বলেই আজ সকল ধর্মের মানুষ এই ইফতার মাহফিলে সামীল হয়েছেন।”
বোচা উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুস সবুর, সাধারণ সম্পাদক মো. আফছার আলী উপস্থিত ছিলেন।