রাজধানীতে অস্ত্রসহ ডাকাতদলের ২ সদস্য গ্রেফতার

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৯, ২০২৩, ০১:৪৮ পিএম

রাজধানীতে অস্ত্রসহ ডাকাতদলের ২ সদস্য গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতদের নাম উজ্জল হোসেন (৩৩) ও রাশেদ (৩৭)।

মঙ্গলবার (৯ মে) র‌্যাবের মিডিয়া শাখা কারওয়ানবাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৩ অধিনায়ক আরিফ মহিউদ্দিন আহম্মেদ।

তিনি বলেন, ঢাকার ডেমরা থানাধীন বাশেরপুল এলাকায় ডাকাতি প্রস্তুতিকালীন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডাকাতদলের সদস্যদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে বিদেশি পিস্তল-রিভলবার, ককটেলসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান করে উজ্জল হোসেন ওরফে উজ্জল ডাকাতের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ১০ সদস্যের এই দলটি লুটপাট, অপহরণ, মুক্তিপণ আদায়, মাদক ব্যবসাসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে থাকে। 

রাজধানীর ডেমরা, শনিরআখড়া, যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জ এলাকায় বড় ধরনের ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে থাকে এই দলটি। 

দলটি বিগত ৫ মাসে নারায়ণগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ৭টি ডাকাতি কার্যক্রম পরিচালনা করেছে। এছাড়াও উক্ত দলটি আরও ৮/১০টি বড় ধরনের ডাকাতির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। তার দলের অন্যান্য সহযোগীরা ডাকাতির জন্য বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজের পাশাপাশি রেকী করত। ডাকাত সর্দার উজ্জল তার দলের অন্যান্য সহযোগীদের নিয়ে বিভিন্ন এলাকায় শ্রমিকের ছদ্মবেশে ঘুরে বেড়াত এবং ডাকাতির জন্য রেকী পূর্বক বিভিন্ন বাড়ি টার্গেট করত। পরবর্তীতে তাদের রেকীর টার্গেট অনুযায়ী ধৃত উজ্জল উক্ত দলের অন্যান্য সহযোগীদের একত্র করে টার্গেটকৃত বাড়িগুলোতে ডাকাতির জান্য গোপনে প্রস্তুতি গ্রহণ করত। এরপর পরিকল্পনা অনুযায়ী সময় সুযোগবুঝে টার্গেটকৃত বাড়িতে বিদেশি পিস্তল, বিদেশি রিভলবার, বিস্ফোরক সরঞ্জামাদি এবং বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সর্জিত হয়ে অতর্কিতে হামলা চালাত। এরপর  লুটপাট কার্যক্রম চালিয়ে থাকে। তাদের নামে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Link copied!