রাজধানীতে শনিবারও মুখোমুখি আওয়ামী লীগ-বিএনপি

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৯, ২০২৩, ০৯:১৬ এএম

রাজধানীতে শনিবারও মুখোমুখি আওয়ামী লীগ-বিএনপি

সংগৃহীত ছবি

বেশ কিছুদিন ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি একই দিনে দলীয় কর্মসূচি দিয়ে তা পালন করছে। আজ শনিবারও দেশের প্রধান এই দুই রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ করবে।

গতকাল শুক্রবার রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে  ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগি সংগঠন-আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদ’ শীর্ষক শান্তি সমাবেশ করে।

অন্যদিকে,একই দিনসরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য ঘোষিত এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করেছে বিএনপি। জুম্মার নামাজের পরই শুরু হয় এই সমাবেশ।

এদিকে, আবারও রাজধানীর বিভিন্ন স্থানে  দলীয় কর্মসূচি দিয়ে তা পালনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। শনিবার (২৯ জুলাই) ঢাকার প্রবেশমুখে মুখোমুখি অবস্থানে কর্মসূচি পালন করবে তারা। ফলে এ নিয়ে নতুন করে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ

শুক্রবার অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশ থেকে শনিবার (২৯ জুলাই) ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় দলটি। নয়া পল্টনে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

যেসব জায়গায় বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেবেন

১. রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারের উল্টো দিকে রাস্তার পূর্ব পাশে অবস্থান কর্মসূচি পালন করা হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান।

২. গাবতলী এস এ খালেক বাসস্টেশনের সামনে অবস্থান নেবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা।

৩. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে নয়াবাজার বিএনপি অফিসের সামনে কর্মসূচি পালন করবেন নেতাকর্মীরা। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধান অতিথি হিসেবে থাকবেন।

৪. যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার থেকে নেমে দনিয়া কলেজ সংলগ্ন কর্মসূচি করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

অপরদিকে, অপরদিকে একই দিনে একই এলাকায় পাল্টা অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগও। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আওয়ামী লীগের দপ্তর থেকে শুক্রবার রাতে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আওয়ামী লীগ-যুবলীগের কর্মসূচি:

রাজধানীর সব প্রবেশমুখে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ও যুবলীগ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ নেতাকর্মীরা শনিবার সকাল থেকেই রাজধানীতে প্রবেশের সব মুখে অবস্থান নিচ্ছেন।

আর রাজধানীর চার প্রবেশ পথ- আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী ও আমিনবাজারে সকাল ১১টা থেকে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে যুবলীগ।

বিএনপির অবস্থান কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগ। মহানগরীর প্রবেশমুখে শনিবার অবস্থান নেবেন সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা। রাজধানীর ডেমরা, যাত্রাবাড়ী, বাবু বাজার, শ্যামপুর, কমলাপুর অবস্থান নিয়ে শান্তি সমাবেশ করবেন তারা।

পুলিশের তৎপরতা:

শরিবার রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচিকে ঘিরে নুতন করে চিন্তায় পড়েছেন রাজধানীর সাধারণ জনগণ। দু’দলের এমন কর্মসূচির ডাকে নড়েচড়ে বসেছে আইনশৃংখলা বাহিনীও। আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা কর্মকর্তারা।

ঢাকার প্রবেশপথগুলোতে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণায় জনমনে উদ্বেগের মধ্যে ঢাকা মহানগর পুলিশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, শনিবার (২৯ জুলাই) কোনো দলকেই তারা মাঠে নামার অনুমতি দেবে না। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক শুক্রবার রাতে গণমাধ্যমকে বলেন, তাদের কাছে শনিবার কর্মসূচি পালনের জন্য দুটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আবেদন জমা পড়লেও তারা কোনো দলের পক্ষে সায় দেননি। 

ডিএমপি কমিশনরা বলেন, “কাউকে কর্মসূচি পালনের কোনো অনুমতি দেওয়া হয়নি। কেউ কর্মসূচি পালন করলে আইনানুগ ব্যবস্থা যা নেওয়ার, তাই করা হবে।”

Link copied!