রাজধানীর ইসিবি চত্বরে প্রাইভেটকারের চাপায় ১ কিশোর নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২১, ১০:৩২ এএম

রাজধানীর ইসিবি চত্বরে প্রাইভেটকারের চাপায় ১ কিশোর নিহত

রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে প্রাইভেট কারের ধাক্কায় আবুল কালাম আজাদ শান্ত (প্রান্ত হাসান) নামে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শান্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। শান্ত রাজধানীর মানিকদি এলাকার মোস্তফা কামালের ছেলে।

ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শাহান হক বলেন, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে শান্তকে চাপা দেওয়া প্রাইভেটকারটি প্রথমে কালশী ফ্লাইওভারে ওঠার আগে এক ব্যক্তিকে ধাক্কা দেয়। সেখানে থাকা লোকজন প্রাইভেটকারটিকে ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালের এক পর্যায়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রান্তকে চাপা দেয় প্রাইভেটকারটি। ফলে ঘটনাস্থলেই নিহত হয় শান্ত। স্থানীয়রা ওই প্রাইভেটকারটিকে আটক করলেও পালিয়ে যায় চালক ।

দুর্ঘটনার পরপরই শান্তর সহপাঠী ও স্থানীয়রা সড়ক অবরোধ করলে সেখানে যানজট তৈরি হয়। পরে পুলিশ চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে ঘটনাস্থল ত্যাগ করে অবরোধকারীরা।

নিহত শান্তর আত্মীয় ও বন্ধুরা জানায়, শান্ত বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ইসিবি চত্বরে ছিল।

Link copied!