শনিবার থেকে চা শ্রমিকদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৮, ২০২২, ০৯:৪৯ পিএম

শনিবার থেকে চা শ্রমিকদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

দৈনিক ৩০০ টাকা মজুরির দাবি না মানায় আগামী শনিবার থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চা শ্রমিকরা।

বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে চা শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন। এ সময়ে শ্রমিকরা বলেন,  দ্রব্যমূল্যের দাম বেড়েছে কিন্তু শ্রমিকদের পরিশ্রমের দাম বাড়েনি। এটি অন্যায়। এই অন্যায় আর মেনে নেওয়া যায় না। আমাদের পিছু হঠার সুযোগ নেই।

আরও পড়তে পারেন- চা শ্রমিকরা দৈনিক ৪০০ টাকা সমপরিমাণ সুবিধা পান: টি অ্যাসোসিয়েশন

মজুরি বাড়ানোর দাবিতে সিলেট মহাসড়কে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা ও মালনিছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপেশ মোদিসহ শ্রমিক নেতারা।

এর আগে সিলেটের বিভিন্ন চা বাগানের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শ্রমিকরা।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বলেন,  শ্রমিকদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। আগামী শনিবার থেকে আন্দোলন কঠোর হবে।

প্রসঙ্গত, চা শ্রমিকদের দৈনিক ১২০ টাকা মজুরি থেকে বাড়িয়ে ৩০০ টাকার দাবি উঠেছে। এ নিয়ে চা-শ্রমিক, মালিক ও শ্রম অধিদপ্তরের মধ্যে দুই দফার বৈঠক হয়েছে। কিন্তু কোনো সমাধান আসেনি।

Link copied!