শিক্ষাবিদদের কেউ কেউ নির্দলীয় সরকারের বিষয়ে বলেছেন: সিইসি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৩, ২০২২, ০৬:৩০ পিএম

শিক্ষাবিদদের কেউ কেউ নির্দলীয় সরকারের বিষয়ে বলেছেন: সিইসি

নির্বাচন কমিশন আয়োজিত সংলাপে শিক্ষাবিদদের কেউ কেউ নির্দলীয় সরকারের বিষয়ে বলেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রবিবার বিকেল রাজধানীর নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের  জবাবে তিনি এ কথা বলেন।  

কেউ কেউ নির্দলীয় সরকারের বিষয়ে বলেছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার জানান, “উনারা বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা গুরুত্বপূর্ণ। দলগুলোর মধ্যে যদি একটি সমঝোতা থাকে তাহলে নির্বাচন কমিশনের কাজ সহজ হবে এবং দক্ষতার সাথে আমরা আমাদের দায়িত্ব গুলো সুচারুরূপে পালন করতে পারব।”

সিইসি বলেন, “আজকে(রবিবার) যারা এসেছিল আমরা তাদের কথা গুরুত্ব সহকারে শুনেছি লিপিবদ্ধ করেছি। আমরা পরবর্তীতে এগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা-পর্যালোচনা মূল্যায়ন করে আমাদের কিছু করণীয় আছে কিনা সেটা দেখব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সম্পূর্ণ ত্রুটিমুক্ত কোন কিছুই করা সম্ভব হয় না। কিছু বিতর্ক থাকবে। পুরোপুরি নির্ভূল এটা কখনো সম্ভব নয়। এটা বিশ্বের অনেক দেশেও হয়না।”

সিইসি বলেন, “আমরা এই আলোচনার মধ্য দিয়ে আমাদের সামর্থ্য বাড়ানোর চেষ্টা করব, এবং যে পরামর্শ গুলো দেয়া হয়েছে সেগুলোর আলোকে আগামী নির্বাচনে আরো দক্ষতা, আরো সুন্দর সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে পারি।”

সংলাপে মাত্র ১৩ জনের অংশগ্রহণের বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “ আমরা নিমন্ত্রণ পাঠিয়েছি। অনেকের অসুবিধা থাকতে পারে। ৩০ জনকে নিমন্ত্রণ করেছিলাম। ১৫ জন উপস্থিত হয়েছে। তারা ভালভাবেই আলোচনা করেছেন। এতে কোনো ঘাটতি হয়েছে এমন নয়।” মোটামুটি যা আলোচনা হয়েছে একজন আরেকজনকে সমর্থন করে একই কথারই পুনরাবৃত্তি হয়েছে বলেও তিনি জানান।

সিইসি জানান, “বিগত দিনে পরামর্শ দিয়েছেন। আজকে উনারা পরামর্শ দিয়েছেন। আগামীতেও দিবেন। তবে সময় বলে দেবে আমরা কতটা নিতে পেরেছি এবং নিতে পেরে কতটা ফলদায়ক হয়েছে।”

Link copied!