সরকার দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে: নুরুল হক

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২২, ১০:৩৫ পিএম

সরকার দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে: নুরুল হক

শান্তিপূর্ণ কর্মসূচি ঠেকাতে ছাত্রলীগ, যুবলীগকে অস্ত্র, রামদা, হকিস্টিক, লাঠিসোঁটাসহ রাস্তায় নামিয়ে সরকার দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার বিকেলে পল্টনে এক বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যুদ্ধেরও একটা নিয়ম থাকে। কিন্তু এই সরকার কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করছে না। তারা বিএনপির সিনিয়র নেতাদেরও হয়রানি, লাঞ্ছনা, গ্রেপ্তার থেকে রেহাই দিচ্ছে না।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, সরকার শান্তিপূর্ণ কর্মসূচি ঠেকাতে ছাত্রলীগ-যুবলীগকে অস্ত্র-রামদা দিয়ে রাস্তায় নামিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।

নুর বলেন, সরকার যদি এভাবে ফাউল খেলে তাহলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। তাদেরকে মাঠ থেকে বের করে দেবে।

প্রশাসনকে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব আবদুজ জাহেরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলটির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, আবু হানিফ, মাহফুজুর রহমান, শহিদুল ইসলাম ফাহিমসহ অনেকে।

Link copied!