সহপাঠীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৮:৪০ পিএম

সহপাঠীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন তারই এক সহপাঠী। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ পত্র জমা দেন নিপীড়নের শিকার শিক্ষার্থী।

অভিযুক্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের মাস্টার্স ১ম সেমিস্টার ও জিয়া হলের আবাসিক ওই শিক্ষার্থী। অভিযোগকারিণীও একই বিভাগের।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর দেওয়া ওই অভিযোগপত্র থেকে জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থী সোমবার (২৭ সেপ্টেম্বর) নিপীড়নের শিকার শিক্ষার্থীকে পড়াশোনার কথা বলে বিভাগের সেমিনারে আসতে বলে। সেই মোতাবেক তিনি বেলা আড়াইটা থেকে সমাজ বিজ্ঞান বিল্ডিংয়ের ৮ম তলায় বিভাগের সেমিনার লাইব্রেরিতে অপেক্ষা করতে থাকেন। পরে বেলা সোয়া তিনটার দিকে অভিযুক্ত শিক্ষার্থী তার সহপাঠীকে পেছন থেকে অতর্কিত জড়িয়ে ধরেন। এরপর সেই শিক্ষার্থী অভিযুক্তকে ফেলে সিড়ি দিয়ে নামতে থাকলে সেখানেও গিয়ে তাকে উত্যক্ত করতে থাকেন। পরে সেখান থেকে নিজেকে কোন রকমে রক্ষা করে তিনি কেন্দ্রীয় গ্রন্থাগারে পৌছান। সেখান থেকে তার সিনিয়র শিক্ষার্থীরা তাকে নিয়ে তার বাসায় দিয়ে আসে।

সেদিনই শেষ নয়। এর পরদিন মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) অভিযুক্ত অভিযোগকারিণী যে বাসায় ভাড়া থাকেন সেখানে গিয়েও তাকে হয়রানির চেষ্টা করেন।

অভিযোগকারিণী এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) বরাবর অভিযোগ করেছেন। এঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি। 

Link copied!