দেশে শারদীয় দুর্গোৎসব চলাকালে কুমিল্লার একটি মন্দিরের পূজামণ্ডপে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপ, মন্দির, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় এ পর্যন্ত ৭১টি মামলা হয়েছে। সাম্প্রদায়িক এসব হামলার ঘটনায় জড়িত সন্দেহে বিভিন্ন জায়গা থেকে ৪৫০ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। আরও কিছু মামলা প্রক্রিয়াধীন। আটকের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্যানুয়ায়ি সবেচেয়ে বেশি মামলা দায়ের হয়েছে নোয়াখালী জেলায়। এর মধ্যে হাতিয়ায় ৮টি, বেগমগঞ্জে ৬টি এবং সোনাইমুড়ি, কবিরহাট, চাটখিল ও সেনবাগ থানায় একটি করে মামলা দায়ের হয়েছে।
নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম গনমাধ্যমে বলেন, এসব মামলায় ৯০ জন গ্রেপ্তার হয়েছে। এ ছাড়া চৌমুহনীতে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও দুটি মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
কুমিল্লা জেলায় হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি মামলা । এসব মামলায় আসামির সংখ্যা ৫৬২। সোমবার পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৪০ জনকে।
চারটি মামলা দায়ের হয়েছে চট্টগ্রামের বিভিন্ন থানায়। এসব মামলায় অজ্ঞাতসহ ১ হাজার ৪৫০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৯৩জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ছাড়া চাঁদপুর, ফেনী ও গাজীপুরে তিনটি করে মামলা হয়েছে।
এদিকে, রবিবার রাতে রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় দুই মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪৫ জনকে আটক করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) রাতে গ্রেপ্তার করা হয়েছে ফেসবুকে ধর্ম অবমাননা করে পোস্ট দেওয়া সেই কিশোর পরিতোষ। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।