সম্প্রতি গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী নেতা হেলেনা জাহাঙ্গীরের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত হাজেরা খাতুন এবং সানাউল্ল্যাহ নূরীকে রাজধানীর গাবতলি এলাকা থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের সদর দপ্তর এক বার্তায় জানিয়েছে, সোমবার (২ আগস্ট )রাতে গাবতলী থেকে তাদের আটক করা হয়। তবে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান মঙ্গলবার (৩ আগস্ট) সকালে তাদের গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর পল্লবী থানায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন ভোলার আব্দুর রহমান তুহিন নামের এক ব্যক্তি।
ওই মামলায় আইপি টিভি জয়যাত্রার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে হেলেনা জাহাঙ্গীর ছাড়াও তার সহযোগী হাজেরা খাতুনের নাম রয়েছে। এছাড়া, ওই মামলায় জয়যাত্রা টিভির প্রধান সম্পাদক কামরুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার সালাউদ্দিন ও মাহফুজের নামও রয়েছে।
হেলেনা জাহাঙ্গীর ‘আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠন করে আলোচনায় আসেন। এ ঘটনায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
গত বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে র্যাবের একটি দল হেলেনার গুলশান-২ এর ৩৬ নম্বর সড়কের পাঁচ নম্বর বাসায় প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযান শেষে তাকে আটক করে। এ সময় উদ্ধার করা হয় বিদেশি মদ, ওয়াকিটকি সেট, ফরেন কারেন্সি (বিদেশি মুদ্রা), ক্যাসিনো খেলার সরঞ্জাম এবং হরিণ ও ক্যাঙ্গারুর চামড়া।
ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে পল্লবী ও গুলশান থানায় মোট চারটি মামলা হয়েছে।