‘রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়া সরকারের হাত থেকে পরিত্রাণ নেই’

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২১, ০৪:৪৯ পিএম

‘রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়া সরকারের হাত থেকে পরিত্রাণ নেই’

প্রবাসীদের আর্তনাদ সরকারের কানে প্রবেশ করে না। রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়া এ সরকারের হাত থেকে কোনো পরিত্রাণ নেই বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ-অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি ও বিমানের টিকিটের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত সমাবেশে তিনি এ দাবি জানান।

রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়া আর কোনো পরিত্রাণ নেই জানিয়ে নুরুল হক বলেন, “আমরা যদি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে রাজপথে রক্ত দেওয়ার জন্য নামতে হবে। সুশাসন ছাড়া এই নৈরাজ্য বন্ধ হবে না। আর গণতন্ত্র না থাকলে সুশাসন আসবে না। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়। এরা যত দিন থাকবে, কেউ রেহাই পাবে না।”

সবাইকে নিজ নিজ জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদ করার আহ্বান জানিয়ে নুরুল হক বলেন, “দেশটা একটা নৈরাজ্যের মধ্য দিয়ে চলছে। কক্সবাজারে স্বামীর সামনে তুলে নিয়ে গণধর্ষণ করা হচ্ছে, ঠাকুরগাঁওয়ে দশম শ্রেণির একজন ছাত্রকে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিবাদ করতে আবার পুলিশ বাধা দিচ্ছে। জয়পুরহাটে ছাত্রদের এক নেতাকে ছাত্রলীগের এক নেতা কুপিয়ে মেরে ফেলেছে। এই অবস্থা থেকে উত্তরণ চাই।”

নুরুল হক বলেন, “বিদেশি মিশনগুলো গত পাঁচ থেকে সাত বছরে বাংলাদেশের ইমেজ বৃদ্ধি পায় কিংবা আমাদের দেশের জনগণের জন্য সম্মান বয়ে আনে, দেশের বাণিজ্য সম্প্রসারিত হয়, শ্রমবাজারের দ্বার উন্মুক্ত হয় এমন কোনো পদক্ষেপ নেয়নি। বিনা ভোটের এমপি-মন্ত্রীদের প্রটোকলেই তারা বিভিন্ন দেশের বিমানবন্দরে ব্যস্ত ছিল।”

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, “দেশের এতগুলো সরকারি প্রতিষ্ঠান, সংস্থার কানে প্রবাসীদের আর্তনাদ প্রবেশ করে না। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবদের যে দাপট। সেখানে যে স্থায়ী কমিটি, মূল কাজগুলো তো তারা করবে। কিন্তু জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। দায় থাকলে বিমান ভাড়ায় ভর্তুকি দিয়ে হলেও শ্রমিকদের বাইরে পাঠানোর ব্যবস্থা করত, টিকিটের দাম বাড়াত না।”

Link copied!