‘লাইফ সাপোর্টে’ পঙ্কজ ভট্টাচার্য, অবস্থার উন্নতি নেই

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৩, ০৫:৫৮ পিএম

‘লাইফ সাপোর্টে’ পঙ্কজ ভট্টাচার্য, অবস্থার উন্নতি নেই

রাজধানীর একটি  হাসপাতালে চিকিৎসাধীন ঐক্য ন্যাপের সভাপতি ও বর্ষিয়ান রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। নিউমোরিয়ায় আক্রান্ত হয়ে গত ১৭ এপ্রিল থেকে রাজধানীর ‘হেলথ অ্যান্ড হোপ’ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বামপন্থী প্রবীণ এই রাজনীতিক। এই হাসপাতালে হৃদরোগে আক্রোন্ত হলে গতকাল শনিবার তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়।

রবিবার সকালে সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “গতকাল আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়ার পর যে অবস্থা ছিল সেরকমই আছে। অক্সিজেন লেভেলসহ বিভিন্ন প্যারামিটারগুলো ওঠানামা করছে।“

এদিকে, হেলথ অ্যান্ড হোপ’ হাসপাতালের চিকিৎসক ডা. লেলিন চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, “গতকাল সকালে (শনিবার) উনি হৃদরোগে আক্রান্ত হলে আমরা তাকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দিচ্ছি।”

চিকিৎসক অধ্যাপক কামরুল হুদার তত্ত্বাবধানে পঙ্কজ ভট্টাচার্যের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন সালেহ আহমেদ।

পঙ্কজ ভট্টাচার্য ১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রাম জেলায় রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।  ছাত্রজীবন থেকেই তিনি জড়িয়ে পড়েন রাজনীতিতে। ষাটের দশকের স্বৈরশাসক আইয়ুব-ইয়াহিয়াবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, সম্মিলিত সামাজিক আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা পঙ্কজ ভট্টাচার্য। সমকালীন রাজনীতির স্রোতে নিজেকে ভাসিয়ে দেননি তিনি। অর্থ, প্রতিপত্তি, ক্ষমতা, লোভ তাকে কখনো বিচ্যুত করতে পারেনি বামপন্থি আর্দেশে বিশ্বাসী  ৮৪ বছর বয়সী এই রাজনীতিককে।

Link copied!