১৫ আগস্ট আমাদের বাসায় টিভি চলতো না : শেখ তন্ময়

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৫, ২০২৩, ১০:৪৮ পিএম

১৫ আগস্ট আমাদের বাসায় টিভি চলতো না : শেখ তন্ময়

অনেকেই ১৫ আগস্টে আমাদের পরিবারের কর্মকাণ্ড জানতে চায়। ১৫ আগস্ট আসলে আমাদের বাসায় লাইট পর্যন্ত জ্বালানো হত না। টিভি পর্যন্ত দেখতাম না। যেন জাতির পিতা বঙ্গবন্ধু ও পরিবারের বিভিন্ন ফুটেজ দেখে বিমর্ষ হয়ে না যাই। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।

তিনি আরও বলেন, কেউ কেউ এখন মানবতার কথা বলে। অথচ তারাই ১৫ আগস্ট,২১ আগস্টের মত ভয়াবহ ঘটনা ঘটিয়েছে। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০০ ব্রিজ উদ্বোধন করে সেখানে তারা সিরিজ বোমা হামলা করে। 

বিএনপি একটি ক্লাব উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের কাছে পাত্তা না পেতে দলছুট নেতা আর ষড়যন্ত্রকারীরা এখন ক্লাব বানিয়েছে। গুলশান ক্লাবের মত সেই ক্লাবের নাম বিএনপি। তারা দেশের ভাল চাইলে স্যাংশনে এত উল্লাস করত না। 

এই টুকটাক স্যাংশনে দেশ ও আওয়ামীলীগকে আটকে রাখা যাবে না।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ৩ আসনের এমপি মির্জা আজম ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Link copied!