রাঙামাটিতে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৪২ কিলোমিটার দূরে অর্থাৎ মিয়ানমারে। রোববার (২ জুন) দুপুর দুইটা ৪৬ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা। তিনি বলেন, “মিয়ানমারে ভূমিকম্প আঘাত করেছে, যা অনুভূত হয়েছে বাংলাদেশের রাঙামাটি জেলাতেও। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৪২ কিলোমিটার দূরে।”
স্থানীয় সূত্র জানায়, রাঙামাটি শহরে ভূমিকম্প অনুভূত হলে অনেক লোকজন ঘর থেকে দৌঁড়ে বেরিয়ে যায়। তবে ভূমিকম্পটি স্বল্পস্থায়ী হওয়ায় অনেকে বুঝতেও পারেননি।
ভূমিকম্পের অবস্থার কথা জানিয়ে রাঙামাটির স্থানীয় বাসিন্দা ইয়াসিন রানা সোহেল বলেন, “দুপুর দুইটা ৪৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় তাড়াহুড়ো করে আমরা অফিস থেকে বের হয়ে যাই।”
সবশেষ গত ২৯ মে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।