শেখ হাসিনার দেশ ছাড়ার পর বিভিন্ন থানা ও পুলিশ স্থাপনা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে ৫৩৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এ ছাড়া কারও কাছে অবৈধ অস্ত্র থাকলে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানায় পুলিশ সদর দপ্তর। তারা জানায়, উদ্ধার হওয়া এসব অস্ত্রের মধ্যে রয়েছে ১০ হাজার ২১৯ রাউন্ড গুলি, ৩৫৯ টিয়ার গ্যাস সেল এবং ১৪২টি সাউন্ড গ্রেনেড।
ওই বার্তায় আরও বলা হয়, এখনও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। কারও কাছে অবৈধ অস্ত্র থাকলে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
দেশব্যাপী ৬৩৯টি থানার মধ্যে ৬৩৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া ১১০টি মেট্রোপলিটন থানার সবগুলো ও জেলা পর্যায়ের ৫২৯টি থানার মধ্যে ৫২৪টির কার্যক্রম শুরু হয়েছে।