সকালে নয়, জেলায় ব্যালট যাবে ভোটের ৪ দিন আগে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৬, ২০২৩, ১১:৪৩ এএম

সকালে নয়, জেলায় ব্যালট যাবে ভোটের ৪ দিন আগে: ইসি সচিব

কথা বলছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

ভোটের মাঠে ব্যালট পেপার পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, আমরা আগেই বলেছি, ব্যালট পেপার ছাপানো হবে প্রতীক বরাদ্দের পর, আর ব্যালটগুলো জেলা পর্যায়ে চলে যাবে নির্বাচনের তিন-চারদিন আগে। পরে ওই সময় কমিশন যে পরিপত্র জারি করবে তখন বিষয়টি উল্লেখ থাকবে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি আরও জানান, প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর থেকে ভোটের ব্যালট পেপার ছাপানো হবে। আর নির্বাচনের তিন-চারদিন আগে ব্যালট পৌঁছে যাবে জেলা পর্যায়ে।

যদিও এর আগে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান জানিয়েছিলেন, দুর্গম ও দ্বীপাঞ্চল ছাড়া যেসব জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভালো সেখানে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে ইসির মুখপাত্র বলেন, ভোটের মাঠে ব্যালট পেপার কখন যাবে এ বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে বৃহস্পতিবার পরিপত্র জারি করেছে ইসি। ৬৪ জেলার জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)। 

Link copied!