সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০৩:০৫ পিএম
বিএনপিসহ সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে এমনটি আশা করছি। কেউ যদি নির্বাচনে অংশ না নেয় তার সেই গণতান্ত্রিক অধিকারও আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে একথা বলেন তিনি।
তিনি বলেন, নির্বাচন অংশ না নিয়ে যদি তা বাধাগ্রস্ত করতে চায় সরকার এবং জনগণ সেটা কঠোরভাবে দমন করবে।
তিনি আরোও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমাদের ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে আর এসব কর্মসূচির মাধ্যমে মাঠপর্যায়ের কর্মী ও সাধারণ মানুষের সাথে সম্পর্ক আরোও দৃঢ় হবে।
হানিফ বলেন, বিএনপি জানে তাদের নির্বাচনে জয়ী হওয়ার কোন সম্ভাবনা নেই। সেজন্যই তারা গণতন্ত্রের ধোঁয়া তুলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।
বিএনপি যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য সতর্ক থাকার নির্দেশ দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।