গণতন্ত্রকে হত্যা করে আবারও স্বৈরশাসন কায়েম করতে চায় বিএনপি: বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০৭:৫৪ পিএম

গণতন্ত্রকে হত্যা করে আবারও স্বৈরশাসন কায়েম করতে চায় বিএনপি: বাহাউদ্দিন নাছিম

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘বিএনপি আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে বিনষ্ট করতে চায়। এরা গণতন্ত্রকে হত্যা করার মধ্য দিয়ে দেশে আবারও স্বৈরশাসন কায়েম করতে চায়।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে নবজাতকদের জন্য বঙ্গবন্ধুকন্যার শুভেচ্ছা উপহার ও প্রতিবন্ধী শিশুদের শিক্ষাসামগ্রী প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি গণতন্ত্রের বিপক্ষে ষড়যন্ত্র করছে এবং জনগণকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নেওয়ার যে প্রচেষ্টা, সে লক্ষ্য থেকে বিচ্যুত করে তারা দেশে তালেবানি শাসন কায়েম করতে চায়।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছেন। তিনি দেশের মানুষের অধিকার, ভোটের অধিকার,  ভাতের অধিকার ফিরিয়ে আনার জন্য ১৯৮১ সালে ১৭ মে দলের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ঐক্যের প্রতীক হিসেবে, বাঙালি জাতির মুক্তির প্রতীক হিসেবে মানুষের পাশে এসে দাঁড়ান। 

নাসিম বলেন, শেখ হাসিনা হলেন সংগ্রামী ও আপসহীন। কীভাবে একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা যায়, তা শেখ হাসিনা জানেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

Link copied!