মাহিয়া মাহিকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় নৌকা সমর্থককে শোকজ

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৪, ২০২৩, ১০:০০ এএম

মাহিয়া মাহিকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় নৌকা সমর্থককে শোকজ

মাহিয়া মাহি।

চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় নৌকা সমর্থককে শোকজ করা হয়েছে। মাহি এবারের নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী।

শনিবার (২৩ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিওতে মাহিকে জুতা দেখিয়েছিলেন এক যুবক। সেই যুবকের নাম মাহাবুর রহমান মাহাম।

আজ রবিবার (২৪ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. আবু সাঈদ স্বাক্ষরিত এক চিঠিতে মাহাবুর রহমান মাহামকে শোকজ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের আলোকে আপনাকে জানানো যাচ্ছে যে, বিভিন্ন প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অত্র নির্বাচনি অনুসন্ধান কমিটির নিকট গোচরীভূত হয়েছে যে, আপনি গত ২৩/১২/২০২৩ খ্রিঃ তারিখে রাত্রী অনুমান ২২.৫০ ঘটিকায় Md. Mahabur নামক ফেসবুক আইডি যার লিংক https://www.facebook.com/profile.php?id=100083562294032&mibextid-ZbWKWL. হতে স্বতন্ত্র জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী শারমিন আকতার নিপা মাহিয়া এর নির্বাচনী প্রচার প্রচারনা বাধাগ্রস্থ করার জন্য তার সম্পর্কে কুরুচিপূর্ণ ও মানসম্মান হানিকর ভিডিও বক্তব্য প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে নির্বাচনী প্রচার প্রচারনা চালালে শারমিন আকতার নিপা মাহিয়া কে জুতা পেটা করা ও নির্বাচনি প্রচারনায় বাধা প্রদানের হুমকিসহ যে কোন বড় ধরনের ক্ষতি করবেন বলে উক্ত ভিডিওতে প্রকাশ করেন। আপনার উক্ত আচরণের মাধ্যমে আপনি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১(ক) লঙ্ঘণ করেছেন যা নির্বাচন-পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে।

এমতাবস্থায়, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি বিধি ১১(ক) লঙ্ঘণের দায়ে আপনার বিরুদ্ধে কেন উল্লেখিত বিধিমালার বিধি ১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তৎমর্মে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে আগামী ২৭/১২/২০২৩ খ্রিঃ তারিখ রোজ বুধবার সকাল ১০.৩৩ ঘটিকার সময় স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।’

উল্লেখ্য, মাহামের গ্রামের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা পূর্বপাড়া গ্রামে। বাবার নাম মৃত ছদের আলী। তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Link copied!