চিন্ময়ের বক্তব্য ও কাজের দায় নেয়া হবে না: ইসকন নেতা

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৮, ২০২৪, ০২:২৩ পিএম

চিন্ময়ের বক্তব্য ও কাজের দায় নেয়া হবে না: ইসকন নেতা

সম্প্রতি গ্রেপ্তার হওয়া চিন্ময় চিন্ময় কৃষ্ণ দাসের কাজ ও বক্তব্যের কোনো দায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নেবে না বলে জানিয়েছেন সংঘের বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। 

তিনি বলেছেন, বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের কাজ ও বক্তব্য একান্তই তার নিজের। এর দায় নেবে না ইসকন। বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে ভারতের মন্তব্যে বা অবস্থানের সঙ্গেও ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। কোনো দেশের কোনো ব্যক্তি চিন্ময়কে নিয়ে কী উদ্যোগ নিলো বা কী বললো তার জন্য ইসকন দায়ী নয়।

তিনি বলেন, চট্টগ্রাম আইনজীবী হত্যায় ইসকনকে অন্যায়ভাবে জড়িয়ে মিথ্যাচার চলছে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনায়ও ইসকন দায়ী নয়। শিশুর সঙ্গে খারাপ কাজসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাকে অনেক আগেই চিন্ময় কৃষ্ণ দাসকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

গত সোমবার বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। সেখান থেকে তাকে নেয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। 

গত ৩১ অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে একটি দায়ের করেন। পরে অবশ্য ফিরোজ খানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। 

আরও পড়ুন: ইসকন কী? কীভাবে এলো বাংলাদেশে?

সেই মামলাতেই গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার চট্টগ্রামের আদালতে তোলা হয় চিন্ময়কে। সেদিন আদালতে ঘটে তুলকালাম কাণ্ড। 

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচ না হলে তার অনুসারীরা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড মারে পুলিশ। 

এরই মধ্যে আদালত প্রাঙ্গণে এক আইনজীবিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ নিয়ে সারাদেশে নতুন করে উত্তেজনা শুরু হয়। ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

এদিকে চিন্ময়কে গ্রেপ্তারের পর তার মুক্তি চেয়ে ইসকনের আন্তর্জাতিক দপ্তর থেকে বিবৃতি দেো হয়। বিবৃতিতে চিন্ময় দাসকে ইসকন নেতা হিসেবে উল্লেখ করা হয় এবং তাকে ছাড়িয়ে আনতে ভারত সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়। 

আরও পড়ুন: কে এই চিন্ময়, কেন তিনি কারাগারে

এদিকে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের পরই ইসকন প্রবর্তক ধাম অফিশিয়াল ফেসবুক পেজে চিন্ময় কৃষ্ণ দাসের একটি ভিডিও বার্তা প্রকাশিত হয়। সেখানে তিনি মামলাটি সনাতনীদের আট দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা হিসেবে আখ্যা দেন।

সম্প্রতি আট দফা দাবি পূরণের লক্ষ্যে চট্টগ্রাম ও রংপুরে বিশাল সমাবেশ হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্ময় দাস।

Link copied!