খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্যবেতছড়ি গ্রামে বজ্রপাতে মা ও শিশু সন্তানের মৃত্যু হয়েছে।
রোববার (৫ মে) ভোরে উপজেলার মেরুং ইউনিয়নে এ ঘটনা ঘটে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন দীঘিনালার মধ্যবেতছড়ির পরিবহন শ্রমিক ছাদেক মিয়ার স্ত্রী হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়া (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসিনা বেগমের স্বামী ছাদেক আলী বাড়িতে না থাকায় হাসিনা দুইছেলেসহ রাতে একই ঘরে ঘুমিয়ে পড়েন। শেষ রাতের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে তাদের টিনের চালার মাটির ঘরে আগুন ধরে যায়। এ সময় প্রতিবেশীরা হাসিনার বড় ছেলে হাফিজকে অক্ষত অবস্থায় বের করলেও ঘটনাস্থলেই হাসিনা ও তার ছোট ছেলের মৃত্যু হয়।
এ বিষয়ে ওসি মো. নুরুল হক জানান, লাশের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।