বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদের কাজে ফেরানোর সিদ্ধান্ত

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২৪, ১১:৪৮ এএম

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদের কাজে ফেরানোর সিদ্ধান্ত

প্রতীকী ছবি

প্রশাসনিক কারণে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের কাজে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ। তাদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) পুলিশ সদর দপ্তরের জারি করা এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

আরও পড়ুন: ডিএমপির ২৯টি থানায় কার্যক্রম শুরু

আদেশে বলা হয়, পুলিশের সব ইউনিটে প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্ত হওয়ার আদেশ প্রত্যাহারের আদেশক্রমে নির্দেশ দেওয়া হলো।

এই আদেশ পুলিশের সব ইউনিটে পাঠিয়ে তাৎক্ষণিক কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে।

Link copied!