নাফ নদীতে মাদক কারবারি-কোস্টগার্ড গোলাগুলি, নিহত ১

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৫, ০৭:২২ পিএম

নাফ নদীতে মাদক কারবারি-কোস্টগার্ড গোলাগুলি, নিহত ১

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাদক কারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলিতে ১ জন নিহত হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, এ সময় ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি তাজা গুলিসহ ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে সাগর দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে প্রবেশ করবে, এমন তথ্যে ভিত্তিতে গত শুক্রবার রাত ১১টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিয়ানমারের মংডুর নাইক্ষ্যংদিয়া এলাকা দিয়ে একটি বড় ইঞ্জিনচালিত ফিশিং বোট বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। থামার সংকেত দিলে বোটটি দ্রুত গতিতে কক্সবাজারের দিকে পালাতে শুরু করে।

কোস্টগার্ড জানায়, থামার সংকেত দেওয়ার পর বোটটি থেকে অতর্কিত গুলি চালানো শুরু হয়। এসময় কোস্টগার্ডের সদস্যরা বোটটিকে অকেজো করতে এর ওয়াটার লাইন ও ইঞ্জিনরুম বরাবর গুলি চালায়। এতে করে বোটটি থেমে যায়।

পরে কোস্টগার্ড সদস্যরা বোটটিতে তল্লাশি চালালে ১০ হাজার পিস ইয়াবা, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা গুলি ও ১৬ জন ডাকাত ও মাদক মাদক কারবারিকে আটক করে। এ সময় বোটটির ইঞ্জিনরুমে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদক মাদক কারবারিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোস্টগার্ডকে জানিয়েছে, ধরা পড়ার আগে তারা সমুদ্রে বিপুল পরিমাণ মাদক ফেলে দেয়।

কোস্টগার্ড বলছে, এই মাদক উদ্ধারে অভিযান চলমান।

Link copied!