ডিসেম্বর ১৪, ২০২৫, ০৩:৪১ পিএম
ফাইল ছবি
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে গেলে মাদক কারবারিদের হামলার মুখে পড়েন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোড়েন। এ ঘটনায় বিজিবি কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।
আজ রবিবার কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় ছয় থেকে সাতজনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৬-১৭ জনকে আসামি করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের চাররাস্তার মোড় ট্রলির লাইন এলাকায় মাদক পাচারের খবর পেয়ে টহলে যান বিজিবি সদস্যরা। এ সময় একটি মোটরসাইকেলে ধাওয়া দিলে চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, মাদক কারবারিরা ২০-৩০ জনের একটি দল নিয়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে হামলা চালায়। আত্মরক্ষা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩-৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। হামলাকারীরা পরে পালিয়ে যায়। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।