দুর্গোৎসবের মহাষষ্ঠী আজ, শুরু হলো পাঁচ দিনের উৎসব

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১২:০৭ পিএম

দুর্গোৎসবের মহাষষ্ঠী আজ, শুরু হলো পাঁচ দিনের উৎসব

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী আজ রোববার। এরমধ্য দিয়েই শুরু হলো পাঁচ দিনের উৎসব। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল থেকেই চলছে চণ্ডীপাঠ ও পূজা। ঘণ্টা, শঙ্খ, ঢাক-ঢোলের বাদ্যে মুখর সারা দেশের মণ্ডপগুলো।

গতকাল শনিবার মণ্ডপে-মন্দিরে পঞ্চমীতে সায়ংকালে তথা সন্ধ্যায় বোধনের মাধ্যমেই দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার জন্য বন্দনাপূজা করা হয়।

আগামীকাল মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী ও বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গা পূজা।

শাস্ত্রমতে এবার দেবী দুর্গার আগমন হয়েছে গজে, ধরনী হবে শস্যশ্যামলা। আর গমন হবে দোলায়। যে কারণে মড়কের আশঙ্কা থেকে যাচ্ছে।

এবার ৩৩ হাজার ৫৭৬টি মণ্ডপে হচ্ছে আয়োজন, এর মধ্যে ঢাকা মহানগরীতে ২৫৫টি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছ্। পূজার সার্বিক কার্যক্রম মনিটরিংয়ের জন্য একটি অ্যাপও চালু করা হয়েছে।

Link copied!