আগস্ট ১২, ২০২৪, ১০:১১ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, “একজন লোকের চাকরি খাওয়া মানে তার পুরো ফ্যামিলি নষ্ট হওয়া। এখানে মানবতার একটা ব্যাপার আছে।”
সোমবার (১২ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভরত পুলিশের সাবেক সদস্যদের সান্ত্বনা দেন তিনি। এ সময় বিক্ষোভরত পুলিশ সদস্যদের ধৈর্যধারণ করতে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি তাদেরকে আশ্বাস দেন, “আপনারা ধৈর্য রাখেন, ভরসা রাখেন। আর আল্লাহর কাছে চান। আমার পায়ে ধরবেন না। একটা উসিলায় তো আমি আসছি। ইনশাআল্লাহ আমার নিয়ত (সংকল্প) ঠিক আছে, আমি রাজনীতি করি না। যারা যারা অন্যায় করেছে, তাদের অন্যায়ের বিচার হবে। আমি পুলিশ সদস্যদের সঙ্গে আলোচনায় বসে বলেছিলাম, আমাদের ফাইলগুলো দেন, আমি দেখি, ইনশাআল্লাহ কোনও অন্যায় হবে না। কারণ একজন লোকের চাকরি যাওয়া মানে তার পুরো ফ্যামিলি নষ্ট হওয়া।”
তিনি আরও বলেন, “আমি দৌঁড়াদৌঁড়ির মধ্যে আছি, আপনারা নিজেরাই দেখছেন। কাল আমি পুলিশের সঙ্গে ৪ ঘণ্টা কথা বলছি। এই কারণে আজ আল্লাহর রহমতে তারা কাজে আসছে। আমি বলেছি, আপনারা আপনাদের ফাইলটা তৈরি করেন। আপনাদের নম্বর আছে, ডিসি নম্বর। নম্বর দিয়ে একটা করে পয়সা খরচ করেন। একটা ফাইলের মধ্যে আপনাদের পুরো বক্তব্যটা দেন- কবে থেকে কবে ছিলেন। আপনাদের কবে বাতিল করা হয়েছে এবং কেন করা হয়েছে। আপনারা দেন।”
এ সময় বিক্ষোভরত পুলিশ সদস্যদের শান্তিপূর্ণভাবে চলে যেতে বলেন সাখাওয়াত হোসেন। তাদেরকে এই উপদেষ্টা বলেন, “আপনারা শান্তিপূর্ণভাবে চলে যান। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি এক কথার লোক। আমি সেনাবাহিনীর মানুষ। আমি আপনাদের মতো ইউনিফর্ম পরেছি। আপনাদের বলছি, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। ইনশাআল্লাহ যদি খুব বড় কোনও অন্যায় কেউ না করে থাকে, তাহলে ট্রাই টু টেক ইউ ব্যাক।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভরত পুলিশ সদস্যদের কাছে সময় প্রার্থনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি এইমাত্র আইজিপির সঙ্গে কথা বলেছি। আমাদের একটু সময় দেন, কারণ জানেন এখন আমরা কী অবস্থায় আছি। আপনারা আমার লোক, আপনারা আমার মন্ত্রণালয়ের লোক। আপনাদের সব কেস আমি দেখবো। আপনাদের প্রতি কেউ যদি বিশাল অন্যায় করে থাকে, সেটা আমরা আবার দেখবো। আমরা আবার রিভিউ করবো।”