আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনারকে (সিইসি) আনুষ্ঠানিক এক চিঠি দিয়ে ইইউ এ তথ্য জানিয়েছে।
চিঠিতে জানানো হয়েছে, আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত মোট দুই মাস ৪ সদস্যের এই পর্যবেক্ষক দল বাংলাদেশে অবস্থান করবে।
বিষয়টি নিশ্চিত করে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনে চার থেকে পাঁচ সদস্যের পর্যবেক্ষক টিম পাঠাবে বলে জানিয়েছে ইইউ। তারা নির্বাচনের তফসিলের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে অবস্থান করবেন বলে জানিয়েছে।’
এরআগে ২০ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়ন ইসিকে জানিয়েছিল যে তারা আসন্ন জাতীয় নির্বাচনে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠাবে না। বিষয়টি নিয়ে দেশের রাজনীতিতে আলোচনা-সমালোচনা তৈরি করেছিল।
অপরদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য সার্কভুক্ত দেশগুলোর প্রায় ৪০ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। গত ১৮ এবং ১৪ সালের নির্বাচনে সার্কভুক্ত কয়েকটি দেশের পর্যবেক্ষক আসলেও নির্বাচন পর্যবেক্ষণে আসেনি মার্কিন এবং ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য।