ছবি: সংগৃহীত
ঢাকার মহাখালীতে একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণে অন্তত সাতজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে মহাখালীর আমতলী এলাকায় ‘গুলশান পেট্রোল পাম্পে’ এই ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮) ও খায়রুল (২৮) গুলশান ক্লিন অ্যান্ড কেয়ার নামে একটি কোম্পানির কর্মচারী।
অন্যরা হলেন আরেকটি কোম্পানির মালিক মাসুদুর রহমান (৪৪) ও তার কর্মচারী আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)।
দগ্ধ স্বপন সাংবাদিকদের জানান, একটি ভূগর্ভস্থ ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য গুলশান ক্লিন অ্যান্ড কেয়ারের কর্মীদের পেট্রোল পাম্পে নিয়ে যাওয়া হয়েছিল। জ্বালানি সরানোর পর, তারা ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য ভেতরে ঢোকে এবং ভেতরে থাকা অবশিষ্ট গ্যাস অপসারণের জন্য বৈদ্যুতিক পাখা ব্যবহার করে।
তিনি বলেন, ‘এক পর্যায়ে, আমরা যখন বৈদ্যুতিক পাখা বন্ধ করতে গেলাম, তখন ভেতরে একটি বিস্ফোরণ ঘটে। এতে করে আমরা যারা কাছাকাছি ছিলাম তাদের সবারই শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।’
স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন যে আহত সাতজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।