আগস্ট ৩, ২০২৪, ০৭:১৪ এএম
কোটা আন্দোলনকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।”
শনিবার (৩ আগস্ট) গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সব সময় খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। আমি আর সংঘাত চাই না।”
যদিও এর আগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম গণমাধ্যমে জানিয়ে দিয়েছেন যে, কোটা আন্দোলনে সহিংসতায় ১৫০ জন নিহতের রক্ত মাড়িয়ে সংলাপে অনাগ্রহী তারা। তিনি বলেছেন, “ডিবি হেফাজতে যখন ছিলাম, তখন আমাদেরকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। আমরা এই প্রস্তাব দেওয়ার কারণে সেখানে অনশন শুরু করি।”
এদিকে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত সর্বজনীন পেনশন তহবিলের প্রত্যয় স্কিম বাতিলের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।