সরকার শক্ত অবস্থানে, বিদেশিদের ষড়যন্ত্র সফল হবে না: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

আগস্ট ১৭, ২০২৩, ০২:৫৪ এএম

সরকার শক্ত অবস্থানে, বিদেশিদের ষড়যন্ত্র সফল হবে না: পররাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

বাংলাদেশ ধ্বংস করার জন্য বিদেশিরা ষড়যন্ত্র শুরু করলেও তাদের ওই উদ্দেশ্য সফল হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দেশ ধ্বংস হোক তা বিএনপি চাইবেনা বলেও তিনি বিশ্বাস করেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সরকার শক্ত অবস্থানে রয়েছে উল্লেখ করে ড. মোমেন বলেন, “আমরা শক্ত অবস্থানে আছি। শক্ত অবস্থানে থাকলে বিদেশি বিভিন্ন রকম ষড়যন্ত্র কাজে লাগবে না। আর আমরা যদি দেশবাসী ঐক্যবদ্ধ থাকি, কোনো ষড়যন্ত্র এখানে কাজ হবে না।”

যেখানে আভ্যন্তরীণ সংঘাত থাকে সেখানে ষড়যন্ত্র কাজে লাগে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের দেশে আভ্যন্তরীণ সংঘাত খুব কম। তাই এখানে কিছু হবে না। আমরা দেশটা ধ্বংস করতে চাই না। আমি বিশ্বাস করি বিএনপিও চাইবে না দেশটা ধ্বংস হোক।”

গণতন্ত্রে বিশ্বাস রাখলে বিএনপি নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “২০১৮ সালের নির্বাচনে বিএনপির এক সিটের জন্য দুই থেকে তিনজন প্রার্থিতা করেছে। এবার তারা তাদের ভুল বুঝবে। এক সিটের জন্য একজন প্রার্থী দেবে। তাহলে তাদের অবস্থান আরও ভালো হবে। গণতন্ত্রে বিশ্বাস রাখলে তারা নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবে।” আসছে জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ও সুন্দর হবে বলেও ড, মোমেন মন্তব্য করেন।  

Link copied!