নভেম্বর ২৯, ২০২৩, ০৩:২৮ পিএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে নৌকার কাণ্ডারী মনোনীত হওয়ার পর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার রাজধানীর ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামলেন তিনি।
এ সময় বাহাউদ্দিন নাছিম বলেন, আমি কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। তিনি আমাকে ঢাকা আট আসনের জন্য মনোনীত করেছেন। আমি নির্বাচনী আচরণবিধি মেনে স্বীয় তফসিল অনুযায়ী নির্বাচন পরিচালনা করব এবং জনগণের কাছে যাব। জনগণের ভালোবাসা চাইবো জনগণের সহানুভূতি চাইবো।
তিনি আরও বলেন, ঢাকা-৮ আসনে মানুষের মনে নির্বাচনকে ঘিরে উৎসাহ, উদ্দীপনা তৈরি হয়েছে। এই আসনে (ঢাকা -৮) পল্টন, মতিঝিল, শাহবাগ, শাহজাহানপুর, ২৩, বঙ্গবন্ধু এভিনিউ এই এলাকায় আমার রাজনৈতিক জীবনের ৪০ বছর কাটিয়েছি এখানেই আমার পথচলা শুরু।
নাছিম বলেন, আমি তাদের সেবক হিসেবে কাজ করতে চাই, আমি বিশ্বাস করি তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। তাদের ভোট প্রদান, অংশগ্রহণ, সহযোগিতা ও সমর্থনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর আদর্শের বিশাল বিজয় হবে।
এই আসনে বর্তমান সংসদ সদস্য ১৪ দলীয় জোটের নেতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এবার জোট থেকে মনোনয়ন না দিয়ে এককভাবে বাহাউদ্দিন নাছিমকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।