অক্টোবর ৩০, ২০২৩, ০৭:২৭ পিএম
যারা প্রধান বিচারপতির বাসভবনে অগ্নিসন্ত্রাস করেছে, হামলা চালিয়েছে তাদের আর ছাড় দেয়া হবে না।
সোমবার (৩০ অক্টোবর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি বিদেশি প্রভুর ওপর ভর করে আন্দোলন করছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, নির্বাচন নস্যাৎ করতে চাইলে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।
বিএনপি জামায়াতের পূর্বের নৃশংসতা তুলে ধরে আমু বলেন, এর আগেও তারা ১৮ জন পুলিশকে হত্যা করেছিলো আবারও একজনকে দিয়ে শুরু করেছে।
তিনি আরও বলেন, সামনে নির্বাচন আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নেবে ১৪ দল।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, নেতার তকমা লাগিয়ে গণতন্ত্রের মুখোশ পড়ে ঘুড়ছে মির্জা ফখরুল। জাতীয় ঐক্যের নামে রাজাকার জঙ্গি জামাতের সাথে কোন মিটমাট হবে না।
নির্বাচনকে জঙ্গি মুক্ত রাখতে পুলিশ হত্যাকারী, বিচারপতির ওপর হামলাকারীদের আটক করে কারাগারে রাখার দাবিও জানান তিনি।
সমাবেশে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, অবরোধে যদি জ্বালাও-পোড়াও করে কোনো পুলিশ সাংবাদিকদের গায়ে হাত দেয় খবর আছে। আমাদের কোন প্রভু নাই আমাদের আছে বন্ধু।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে মায়া বলেন, রাজপথে থাকবেন? বিএনপি জামায়াতকে প্রতিহত করতে পারবেন? নির্বাচন পর্যন্ত মাঠে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, লেজ গুটিয়ে তারা পালিয়ে গেছে তারা যে আগুন সন্ত্রাস করছে আগামী ৩ দিনেও তারা সেটার পরিচয় দিবে।
তিনি বলেন, নির্বাচন আসছে নির্বাচন হবে এবং সেটা শান্তিপূর্ণভাবেই হবে।