ঢাকা মহাধর্মপ্রদেশের নতুন সহকারী বিশপ ও বাংলাদেশ বিশপ সম্মিলনী সঙ্গে যুক্ত হওয়া নতুন বিশপ সুব্রত বনিফাস গমেজের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ মে) সকাল নয়টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশপ সম্মিলনীর চেয়ারম্যান ও ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজের নেতৃত্বে রাজধানীর রমনা ক্যাথেড্রালে এই অভিষেক সম্পন্ন হয়।
অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, ঢাকায় নিযুক্ত ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র্যানডালসহ অন্যান্য ধর্মপ্রদেশের বিশপরা।
অভিষেক অনুষ্ঠানে আর্চবিশপ বিজয় বলেন, “ধর্মপ্রদেশের নিবেদিত, দক্ষ ও অভিজ্ঞ যাজকসমাজ ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সহায়তায় এর সেবাকার্য বেশ ভালোভাবেই চলছে। এই সেবাদায়িত্বকে আরেকটি সহভাগিতা ও এর বহুমুখী সেবা কার্যক্রমগুলো আরও শক্তিশালী, সুসংগঠিত এবং বেগবান করার লক্ষ্যে একজন সহকারী ধর্মপাল নিয়োগের আবেদন ভ্যাটিকানে নেওয়া হয়েছিল। এরই প্রেক্ষাপটে পুণ্যপিতা পোপ ফ্রান্সি ফাদার সুব্রত বনিফাস গমেজকে ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী ধর্মপাল হিসেবে মনোনীত করেছেন।”
অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এদেশের খ্রিস্টমণ্ডলীর কার্যক্রমের প্রশংসা করেন এবং নতুন সহকারী বিশপ সুব্রতকে অভিনন্দন জানান। সেই সঙ্গে বিশপের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন তিনি।
একই দিন বিকেল পাঁচটায় ভ্যাটিকান সিটির নতুন সহকারী বিশপকে স্বাগত জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠিতের কথা আছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন, ধর্মীয় ও সাংগঠনিক নেতাসহ খ্রিস্টভক্তরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাবেন।