কুমিল্লায় গুলিবিদ্ধ আইনজীবীর মৃত্যু

জাতীয় ডেস্ক

আগস্ট ১৬, ২০২৪, ১১:৫৭ এএম

কুমিল্লায় গুলিবিদ্ধ আইনজীবীর মৃত্যু

ছবি: সংগৃহীত

কুমিল্লায় কাউন্সিলরের লোকজনের হামলায় আহত আইনজীবী মো. আবুল কালাম (৫৬) ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত পৌনে ৮টায় ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকিব নুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কালাম চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার কাজীরগাঁও গ্রামের মৃত ছৈয়দুর রহমানের ছেলে। বর্তমানে তিনি কুমিল্লার কোতোয়ালি থানা এলাকায় থাকতেন।

নিহতের স্বজনদের বরাদ দিয়ে এসআই আকিব নুর জানান, গত ৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লা সদর থানার কুমিল্লা হাই স্কুলের দক্ষিণ পাশ দিয়ে বাসায় ফেরার পথে, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রায়হান ও তার বাহিনীর লোকজন আবুল কালামের ওপর হামলা চালায়। এসময় গুরুতর আহত হলে, সেখান থেকে তাকে স্থানীয় হাসপাতাল, পর দিন উন্নত চিকিৎসার জন্য ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করানো হয়। 

তিনি আরও জানান, এ ঘটনায় গত ১৩ আগস্ট কুমিল্লার কোতোয়ালি থানায় মামলা হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৫ আগস্ট রাতে আবুল কালাম মারা যান। শুক্রবার (১৬ আগস্ট) তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

Link copied!