অনিবার্য কারণে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তার অফিসিয়াল ফেসবুক পেজে জানায়, সবশেষ মেট্রোরেলটি স্টেশন থেকে বিকেল সাড়ে পাঁচটার দিকে উত্তরা উত্তর স্টেশনের দিকে রওনা দেয়।
এর আগে মিরপুর-১০ এলাকায় পুলিশের সঙ্গে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় একটি পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় মেট্রোরেল সেবা বন্ধ রাখা হয়। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে দুপুর দুইটার দিকে মিরপুর-১২ এলাকা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা বন্ধ রাখার তথ্য জানান মেট্রোরেলের পরিচালক (অপারেশন) মো. নাসিরউদ্দিন।