দেশের এক ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না, হুঁশিয়ারি নাছিমের

নিজস্ব প্রতিবেদক

জুন ১৯, ২০২৪, ০৭:৪১ পিএম

দেশের এক ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না, হুঁশিয়ারি নাছিমের

কাকরাইল এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাহাউদ্দিন নাছিম। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় দেশের এক ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের এমপি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বুধবার ( ১৯ জুন) দুপুরে রাজধানীর কাকরাইল এলাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স  ইনস্টিটিউশনে ঢাকা-৮ আসনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই হুঁশিয়ারি দেন তিনি।

কাকরাইল এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাহাউদ্দিন নাছিম। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বাহাউদ্দিন নাছিম বলেন, “সেন্ট মার্টিন বাংলাদেশের একটি ভূখণ্ড। এখানে বাংলাদেশের মানুষেরাই বসবাস করে। এই ভূখণ্ড কারও দ্বারা ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “যারা সাম্প্রদায়িক শক্তি ও সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে বাংলাদেশকে বিভক্ত করতে চায় তাদের মোকাবেলার একমাত্র শক্তি ও একমাত্র বাতিঘর হলো শেখ হাসিনা। আমরা সবাই তার পাশে থেকে দেশবিরোধী অপশক্তি ও অপরাজনীতিকে প্রতিহত করবো। যারা আমাদের বাংলাদেশের শান্তি বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আমরা সবাই একত্রিত হয়ে মোকাবেলা করবো। আমরা শেখ হাসিনার নির্দেশিত পথ অনুযায়ী দেশকে এগিয়ে নিয়ে যাবো।”

কাকরাইল এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহাউদ্দিন নাছিমসহ অন্যরা। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “আমরা সবাই শেখ হাসিনার জন্য দোয়া করবো। যাতে তিনি সারা জীবন আমাদের ১৮ কোটি মানুষের সেবা করে যেতে পারেন। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে আমরা সবাই তার পাশে আছি। তিনি সুস্থ থাকলে ও দীর্ঘজীবী হলে বাঙালি জাতি উপকৃত হবে।”

বাহাউদ্দিন নাছিম বলেন, “আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে দাঁড়ায়। আমাদের রাজনীতিই হলো দেশের মানুষের জন্য। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে দাঁড়াই। আমাদের দায়িত্ব হলো, মানুষকে ভালোবাসা। মানুষের পাশে থাকা। দেশের সব দুর্দিন, দুঃসময়ে আওয়ামী লীগ  নেতাকর্মীরা মানুষের পাশে ছিল।”

ঢাকা-৮ আসনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে শেখ হাসিনার প্রার্থী হিসেবে নির্বাচিত করেছেন। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। নির্বাচনে আমাকে বিজয়ী করার জন্য আপনারা সবাই অনেক পরিশ্রম করেছেন, তার জন্য আমি আপনাদের সবার কাছেই চিরঋণী। আমি সব সময় আপনাদের পাশে আছি।”

শুভেচ্ছা বিনিময় শেষে সবাই মধ্যাহ্নভোজে  অংশ নেন। এ সময় আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ  আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, সহ-সভাপতি শহীদ সেরনিয়াবাত, ডা. দিলীপ রায়, উপদেষ্টা পরিষদের সদস্য কামাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, বাহাউদ্দিন নাছিমের স্ত্রী ডা. সুলতানা শামীমা চৌধুরী রিতা, মেয়ে নুজহাত তাবাসসুম ফাইজা, ঢাকা-৮ আসনের অন্তর্গত ৯টি ওয়ার্ডের কাউন্সিলর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ হাজারেরও বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Link copied!