ছাত্রলীগের হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীল দেখতে যাওয়ার পরই তাকে জোর করে রিলিজ দেওয়ার অভিযোগ উঠেছে। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এ অভিযোগ করেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে (সাবেক আয়শা মেমোরিয়াল) নুরকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।
এ সময় মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম প্রমুখ।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের পাশে হামলার শিকার হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। গতকাল বুধবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহত নুরকে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হামলাকারী সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী বলে অভিযোগ পাওয়া গেছে। তবে হামলার এ অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।