ইসিতে তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৬, ০৬:০৩ পিএম

ইসিতে তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা ৭১টি আপিলের শুনানিতে তৃতীয় দিনে ৪১ জন প্রার্থীর আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পূর্ণ কমিশন আপিল শুনানি গ্রহণ করে।

শুনানি শেষে ইসি সচিব আখতার আহমেদ জানান, এদিন ৪১টি আপিল মঞ্জুর করা হয়েছে। এছাড়া ২৫টি আপিল নামঞ্জুর করা হয়, একজন আবেদনকারী শুনানিতে অনুপস্থিত ছিলেন এবং চারটি আপিল এখনও অপেক্ষমান রয়েছে।

এর আগে শনিবার ও রোববার অনুষ্ঠিত শুনানিতে মোট ১০৯ জন প্রার্থীর আপিল মঞ্জুর করা হয়। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিলেন, যাদের মধ্যে ৬৪৫ জন নির্বাচন কমিশনে আপিল করেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে। এরপর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

Link copied!