ছবি: সংগৃহীত
আত্মসমর্পণের পর আয়কর ফাঁকির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে শাহরিন ইসলাম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৬ আজ মঙ্গলবার এই আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন শাহরিনের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন ও শেখ সাকিল আহমেদ রিপন।
আয়কর ফাঁকির এই মামলায় ১৭ বছর আগে শাহরিনের জেল-জরিমানা হয়। সম্প্রতি তিনি দেশে ফেরেন। আজ তিনি এই মামলায় আদালতে আত্মসমর্পণ করেন। জামিনের আবেদন জানান। আদালত তার জামিনের আবেদন নাকচ করেন। তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন বলেন, শাহরিন ইসলাম অসুস্থ। তিনি নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ছিলেন। ১৭ বছর আগে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য আয়কর অধ্যাদেশের মামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল।
আইনজীবীদের তথ্য অনুযায়ী, ৮১ লাখ টাকা আয়কর ফাঁকির মামলায় ২০০৮ সালে শাহরিন ইসলামকে ৮ বছরের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া তাকে ৯২ লাখ টাকা জরিমানা করা হয়।
জামিনের আবেদনে শাহরিন ইসলাম উল্লেখ করেন, তিনি ১৯৯৮-৯৯ করবছর থেকে ২০০৬-০৭ করবছর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করেছেন। তিনি সেখানে তাঁর সব সম্পদের তথ্য উল্লেখ করেছেন। বিচারিক আদালত থেকে তিনি ন্যায়বিচার পাননি।