নভেম্বর ২৯, ২০২৪, ০৩:১৭ পিএম
ময়মনসিংহের মাসকান্দায় বিসিক শিল্প নগরীতে একটি কীটনাশকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শুক্রবার, ২৯ নভেম্বর সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, হেকেম বাংলাদেশ কীটনাশক গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে আশপাশে ছড়িয়ে পড়ে বলে জানান ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় উপ-পরিচালক মতিউর রহমান।
তিনি বলেন, বিসিক শিল্প নগরীতে আগুনের খবর পেয়ে সেখানে যায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে ফায়ার কর্মীদের ২ ঘণ্টা চেষ্টার পর বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো বলা যাচ্ছে না, বলেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও এখনো জানা যায়নি।