ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিমের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন

বিশেষ প্রতিবেদক

আগস্ট ১৯, ২০২৪, ০২:২০ পিএম

ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিমের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন

তাকসিম এ খান। ফাইল ছবি (সংগৃহীত)

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৯ আগস্ট) পুলিশের বিশেষ শাখায় (এসবি) এ-সংক্রান্ত একটি চিঠিতে এই আবেদন জানায় দুর্নীতিবিরোধী সংস্থাটি। এতে তাকসিম সংশ্লিষ্ট সব কাগজপত্রও তলব করা হয়েছে।

এর আগে গত ১৫ আগস্ট ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ ছাড়েন তাকসিম। এরপর তার বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে গঠন করা হয় একটি তদন্ত কমিটি।

দুদক জানায়, তাকসিমের নিয়োগ সংক্রান্ত কাগজপত্র চেয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নানা অনিয়মের অভিযোগ ও বিতর্কের পরও গত ১৫ বছর ধরে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন তাকসিম।

Link copied!