ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রলীগের হামলা অর্ধশত আন্দোলনকারী শিক্ষার্থী আহতের ঘটনায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, “আন্দোলন দমনে ছাত্রলীগ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে হামলা করছে।”
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য প্রত্যাহারের সোমবার (১৫ জুলাই) দুপুরে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। একপর্যায়ে ছাত্রলীগ তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত অর্ধশতাধিক আহতকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, “আমাদের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আন্দোলন দমনে ছাত্রলীগ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমাদের ওপর হামলা করেছে। আমাদের আন্দোলন চলবে। চিকিৎসা শেষেই আমরা আজই ছাত্রলীগের এই হামলার প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল বের করবো।”