সদরঘাট আরও ফিটফাট হবে: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৫, ২০২৪, ১১:৫৮ এএম

সদরঘাট আরও ফিটফাট হবে: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

আগামী দিনে সদরঘাট আরও ফিটফাট হবে বলে আশা জাগিয়ে তুলেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। তিনি বলেন, ‘আগে দেখতাম লঞ্চে জায়গা নেওয়ার জন্য রাত আটটায়  লঞ্চে ছেড়ে যাবে। কিন্তু যাত্রীরা সকাল বেলা এসে লঞ্চে বসে থাকতো দুপুরের খাওয়া দাওয়া নিয়ে।বর্তমানে সেই অবস্থাটা নাই। ধীরে ধীরে এই পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে যাবে।’

শুক্রবার (৫ এপ্রিল) রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে সদরঘাটের চিরায়িত চিত্র বদলে গেছে। এখানেও শৃঙ্খলা ফিরে এসেছে। পদ্মা সেতু নির্মাণের আগে এটা কোনোভাবেই সম্ভব ছিল না। আগে আমি স্পিড বোটে শ্যামপুর থেকে সদরঘাটে আসতে হয়েছে। আমি সরাসরি রাস্তা দিয়ে এখানে আসতে পারিনি। কারণ গোলাপ শাহ্ মাজার থেকে এ পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যেতো। এখন পদ্মা সেতুর কারণে সেই শৃঙ্খলা ফিরে এসেছে।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের কাছে একটা লোভনীয় ছবি ছিলো, যে পুরো লঞ্চ থেকে ছাদ পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। এই ছবি কিন্তু এখন আর পাওয়া যাবে না। গতকাল আমি ফেসবুকে একটা ছবি দেখছিলাম। বললাম এটা এখন একটা ইতিহাস এটা আর ফিরবে না।’

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘সদরঘাটের কর্মীরা আগে ঘুমাতে পারতো না। এখন একটু স্বস্তিতে আছে। নতুন নতুন পন্টুন ও গ্যাংওয়ে দেওয়া হয়েছে, পরিবেশ ধরে রাখার জন্য অনেক লঞ্চ মালিকের ই-টিকেটিং ব্যবস্থা চালু করেছে। কারণ এই জায়গায় ভালো সার্ভিস দিতে না পারলে মানুষ বিমুখ হয়ে যাবে।’

সদরঘাটের সঙ্গে মেট্রোরেলের কানেকশনের বিষয়ে চিন্তাভাবনা চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘সদরঘাটের সঙ্গে মেট্রোরেলের কানেকশন হয় সে বিষয়েও চিন্তাভাবনা চলছে। ঢাকা শহরে বসবাসকারী দক্ষিণঞ্চালবাসীও মেট্রোরেলে করে সদরঘাট আসতে  পারবে। এটা অল্প কিছুদিনের মধ্যেই পাবে।’

সমন্বিত উন্নয়নের বিষয়টি তুলে ধরে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘সমন্বিত উন্নয়ন নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী। সদরঘাটও এই সুবিধা পাবে। দক্ষিণাঞ্চলের মানুষ অনেকটা পিছিয়ে ছিলো। তাদের তুলে আনার জন্য পায়রা বন্দর করা হয়েছে।বন্দরটি হওয়াতে ওই অঞ্চলের দৃশ্যপট পরিবর্তন হয়েছে। কাজেই পদ্মা এবং পায়রা বন্দর দক্ষিণাঞ্চলের চেহারা পরিবর্তন করে দিয়েছে।’

সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তাফা, নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এম মাকসুদ আলম, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাজিদুল ইসলাম, যুগ্ম-সচিব মোস্তফা কামাল, বিআইডব্লিউটিএ’র সদস্য সেলিম ফকিরসহ আরও অনেকে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সদরঘাটে নৌ-যান ও ঘাট কর্মীদেরকে ইফতার বিতরণ করেন।

Link copied!