হিন্দু ও সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করা হবে: মোদিকে ড. ইউনূসের আশ্বাস

জাতীয় ডেস্ক

আগস্ট ১৬, ২০২৪, ০৭:০২ পিএম

হিন্দু ও সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করা হবে: মোদিকে ড. ইউনূসের আশ্বাস

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস শুক্রবার (১৬ আগস্ট) ফোনালাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশ্বস্ত করেছেন যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের হিন্দু এবং সমস্ত সংখ্যালঘু গোষ্ঠীর সুরক্ষাকে অগ্রাধিকার দেবে।

ফোনালাপে নরেন্দ্র মোদি একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

মোদি বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরেন।

দুই নেতা নিজ নিজ জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার উপায় নিয়েও আলোচনা করেন।

সোশ্যাল মিডিয়া এক্স এ তথ্য শেয়ার করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে তারা বিদ্যমান পরিস্থিতির উপর মতামত বিনিময় করেছেন।

Link copied!