আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,যখন খবর পেলাম প্রধান বিচারপতির বাড়িতে হামলা হয়েছে, তখনই বুঝেছিলাম বিএনপির আন্দোলনের এখানে বারোটা বেজে গেল।
তিনি বৃহস্পতিবার (১৬ নভেম্বর ) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ও নির্বাচনী পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
২৮ অক্টোবর বিএনপি-পুলিশের সংঘর্ষের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “যখন খবর পেলাম প্রধান বিচারপতির বাড়িতে হামলা, এ খবর শুনেই বুঝেছিলাম আন্দোলনের এখানে বারোটা বেজে গেল। ডেডলাইন ২৮ শেষ। আন্দোলনের খুঁটিনাটি, রণকৌশল জানতে হয়। এসবের সাথে তাদের রাজনৈতিক নেতৃত্বে কোনো অভিজ্ঞতা নেই।”
আর কী দিয়ে আন্দোলন প্রশ্ন করে ওবায়দুল কাদের বলেন, “আর কী দিয়ে আন্দোলন? তাদের নেতা নেই, আছে শুধু আবাসিক প্রতিনিধি, গুহা থেকে হঠাৎ হঠাৎ বক্তব্য দেয়। নেত্রী একদিন এক কর্মকর্তাকে বলেছিলেন, দরকার নেই তাকে ধরার। থাকুক না একজন, বিরোধী দলের দরকার আছে। যা খুশি বলুক, বলা তো লাগবে। বিরোধী কণ্ঠ লাগবে না?”
ওবায়দুল কাদের আরও বলেন, ‘তাকে ধরার এমন জোর কোনো চেষ্টা সরকারের পক্ষ থেকে হয়নি। সেই জন্য খুব লাফালাফি করছে। হঠাৎ দেখি দৌড়ায় রাস্তায়, সাথে ৫ থেকে ৭ জন, কোথাও কোথাও ১০-১২ জন। এই করে করে আন্দোলন হচ্ছে। আন্দোলনের নামে প্রহসন। এ করে কিছুই হবে না।’